Update
#
#

Chairman Message

Md Osman Goni

আসসালামু আলাইকুম।দারুল আমান ট্রাস্টের অধীনে পরিচালিত "দারুল আমান একাডেমীর সুপ্রিয়, শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকমন্ডলী, শ্রদ্ধাভাজন শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান রাব্বুল আলামীনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করে, রাসূলে করীম (সাঃ) এর শানে দুরুদ পেশ করে,দুই কলম লিখার চেষ্টা করছি।আল্লাহ তৌফিক দান করুন আমীন। ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো,মহান রবের সন্তুষ্টি অর্জন ও তার সান্নিধ্য লাভ করা। ব্যক্তির আত্মিক ও মানসিক বিকাশের মাধ্যমে পরকালের মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে যোগ্যতম নাগরিক তৈরির কারখানা হিসেবে," দারুল আমান একাডেমী" তার যাত্রা শুরু করে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান প্রদানে সক্ষম করতে সম্পূর্ণ পরিবেশকে ইসলামী ছাঁচে গড়ে তুলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অগ্রনী ভূমিকা পালন করে আসছে।যাতে আগামী দিনে শিক্ষার্থীরা ইসলামের মূলনীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল ও পরোপকারী আদর্শিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এসকল চিন্তা চেতনা ও মহান রবের সান্নিধ্য লাভের স্পৃহাই আমরা সকলে মিলে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি।যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠে আল্লাহর সন্তুষ্টি ও তাঁর নির্দেশিত পথে জীবন পরিচালিত করে। এতে শুধু আধ্যাত্নিক উন্নতি নয়,বরং বুদ্ধি বৃত্তিক,যুক্তিবাদী ও শারীরিক ক্ষমতার সুষম বিকাশের মাধ্যমে সামাজিক, ব্যক্তিত্বে ঈমানকে সুদৃঢ় করে গড়ে তোলার ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসাবে "দারুল আমান একাড়েমী"এক অনন্য প্রতিষ্ঠানে রূপ লাভ করবে ইনশেল্লাহ। আমার মতে,সমন্বিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীকে আত্নপরিচয় দানকরে।সৎ ও সুনাগরিক হিসাবে গঠন করে এবং পরোপকারী ও কল্যানকামী করে তোলে। ভবিষ্যতের যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রেষ্ঠত্ব প্রমান জন্য আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বিত প্রচেষ্ঠার বিকল্প নেই। পরিশেষে আশা করছি দারুল আমান একাডেমী "ইসলামী ও আধুনিক জ্ঞান চর্চাকে গুরুত্ব দেয় এবং কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের প্রতি ব্যাপক উৎসাহ দেবেন।যাতে ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রের জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি করে।মুসলিম জাতির মধ্যে ঐক্য স্থাপন করে,কোরআন সুন্নাহর আলোকে সার্বিকক্ষেত্রে নেতৃত্বদানের যোগ্য নাগরিক তৈরি করবে।এই প্রত্যাশায় প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।